সুচির নোবেল ফিরিয়ে নিতে পিটিশনঃ ভোট দিবেন যেভাবে

মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া নোবেল ফিরিয়ে নিতে অনলাইনের একটি পিটিশনে প্রায় ৪ লাখ মানুষ স্বাক্ষর করেছে।

চেঞ্জ ডট ওআরজি ওয়েবসাইটে ইন্দোনেশিয়ার নাগরিক ইমারসন ইয়ুন্থ ওই পিটিশনটি দায়ের করেন।

এতে বলা হয়, অং সান সুচি রোহিঙ্গাদের হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। এমনকি তার প্রশাসন এতে আরও সহযোগিতা করছে।

শান্তিতে নোবেল লরিয়েটদের যা থাকতে হয়, তা তার নেই। তাই মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া শান্তিতে নোবেল পুরস্কার জব্দ অথবা ফেরত নেয়ার আবেদন করা হয়।

নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে এই পিটিশন পৌঁছে দেয়া হবে।

শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এই পিটিশনে ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষ সমর্থন দিয়েছে।

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পিটিশনে ৫ লাখ মানুষের সমর্থন প্রত্যাশা করা হয়েছে।

এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই পিটিশন বিশেষ করে টুইটারে। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও অনেকেই শেয়ার করছেন পিটিশনে স্বাক্ষরের লিংকটি।

ভোট দিতে এখানে ক্লিক করুন : www.change.org

সূত্রঃ যুগান্তর

 





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*