জাবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোকদিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক শফী মুহাম্মদ তারেক। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বঙ্গবন্ধুকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা যায় না। যুগে যুগে বঙ্গবন্ধুর আদর্শই সবার মাঝে তাকে বাঁচিয়ে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কথা সাহিত্যিক আক্তারুজ্জামান আক্তার বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তিইনা; বরং বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি প্রতিষ্ঠান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাবি শাছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।
জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী আল মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম জুয়েলের পরিচালনায় অনুষ্ঠোনে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন, রবিউল ইসলাম সহ ছাত্রলীগের নেতা কর্মীরা।
এছাড়া আলোচনাসভায় জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অভিজিৎ নন্দী, সহ- সভাপতি দেবাশীষ মিত্র, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার সাহা, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মুহিত সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply