ঈদ উল আযহার আগের ফাযিল পরীক্ষাগুলো স্থগিত

By আল মামুন মুন্না

Published on:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ঈদ উল আযহার আগের দেশের সব মাদ্রাসার ফাযিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ১৯ আগস্ট ২০১৭ তারিখ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে অবহিত করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০, ২১, ২২ ও ২৩ আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য ফাযিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত), ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০১৬ এর সকল পরীক্ষা বন্যা জনিত কারণে স্থগিত করা হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বর তারিখ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ পূর্বে ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

স্থগিতকৃৎত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি এর এই লিংক থেকেও জানা যাবে।

উল্লেখ্য, এর আগে ১৬ আগস্ট তারিখের ২য় বর্ষের উলুমুল আরাবিয়্যাহ ওয়াশ শরীআহ ১ম পত্র পরীক্ষা একই কারণে স্থগিত করা হয়।

Leave a Comment