কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গাজীপুর এসোসিয়েশন একটি পরিবার,এক ভালোবাসার পরশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ১৮ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চের সংলগ্ন গাজীপুর এসোসিয়েশন বিশাল এক মিলনমেলা আয়োজন করে।

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নতুন ও পুরাতন অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় অনন্দঘন পরিবেশ বিরাজমান চিলো। ভোজন আড্ডা,গানে মুখরিত ছিলো সারাটা বিকাল ক্যাস্পাস ।

এই মিলনমেলা সম্পর্কে গাজীপুর এসোসিয়েশন এর সদস্য ৯ম ব্যাচের শিক্ষার্থী সুইটি বলেন,”গাজীপুর এর ভাই বোনেরা মিলেমিশে থাকি সবাই, বার বি কিউ পার্টি, নবীনবরণ, ইফতার মাহফিল, বনভোজন এসব আয়োজনে সারা বছরই মুখরিত থাকে গাজীপুর এর শিক্ষার্থীরা।”

গাজীপুর এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম বলেন,”গাজীপুরের শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে অনুপ্রেরণা দেয়ার জন্য এসোসিয়েশন এর পক্ষ থেকে প্রতি ৬ মাস অন্তর ৩ জনকে মেধা ও সাধারণ বৃত্তিপ্রদান করা হয়, গাজীপুর এসোসিয়েশন কোনো সংগঠনের নাম নয়,গাজীপুর এসোসিয়েশন একটি পরিবার,এক ভালোবাসার নাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *