স্বাশিপের কেন্দ্রিয় কমিটির সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জাতীয় কার্যকরী সংসদের এক সভা বুধবার সন্ধ্যায় সংগঠনের মোহাম্মদপুরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বাশিপ সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, সহ-সভাপতি সাবেক উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ এ.কে.এম মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, খন্দকার মাহমুদ আলম, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ড. আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল নোমান, অধ্যক্ষ সামসুল আলম, অধ্যক্ষ সহিদুল ইসলাম, আব্দুল হক কবিরাজ, নারায়ণ চন্দ্র, সাবীকুন্নাহার ইউসুফজাই, মেহেরুন্নেছা, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, কামরুজ্জামান, জহিুরুল ইসলাম, মাজহারুল হক, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, অধ্যক্ষ সলিমউল্লাহ সেলিম, সঙ্গীতা বিশ্বাস, মঈন উদ্দিন ভূইয়া প্রমুখ।

সভায় বেসরকারি শিক্ষকদের ৫% মহার্ঘ্য ভাতা, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি শিক্ষক কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আইসিটিসহ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়।

সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদ দীর্ঘ ৬ বছর যাবৎ সারাদেশে সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য জনমত তৈরির ফলে এই দাবি আজ বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

এ দাবিতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে অথচ শিক্ষক নামধারী কতিপয় ব্যক্তি বা গোষ্ঠির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আচরণে শিক্ষকদের মধ্যে আজ বিভাজনের ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকল শিক্ষককে সতর্ক থাকার আহবান জানান।

সভায় এক প্রস্তাবে বলা হয় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ একমাত্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। এ জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*