হিসাববিজ্ঞান পরিচিতি

১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়াকে কী বলে?
ক. হিসাববিজ্ঞান
খ. হিসাবরক্ষণ
গ. লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ. লেনদেন বিশ্লেষণ
২।
হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. ব্যবসায়ের শক্তি
খ. ব্যবসায়ের পরিভাষা
গ. ব্যবসায়ের প্রাণ
ঘ. ব্যবসায়ের ভাষা
৩। কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?
ক. মূলধন খ. সঞ্চয়
গ. ব্যয় ঘ. আয়
৪। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক. পাওনাদার খ. কর কর্তৃপক্ষ
গ. ব্যবস্থাপক ঘ. শ্রমিক সংঘ
৫। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে কী বলে?
ক. হিসাববিজ্ঞান
খ. হিসাবরক্ষণ
গ. লেনদেন লিপিবদ্ধকরণ
ঘ. লেনদেন বিশ্লেষণ
৬। আধুনিক হিসাববিজ্ঞানের প্রবর্তক কে?
ক. এলসি ক্রপার
খ. এ ডাব্লিউ জনসন
গ. লুকা প্যাসিওলি
ঘ. আর এন কার্টার
৭। লুকা প্যাসিওলি ছিলেন ইতালির একজন—
ক. ধর্মযাজক
খ. গণিতশাস্ত্রবিদ
গ. হিসাববিজ্ঞানী
ঘ. গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক
৮। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে
গ. ইতালিতে ঘ. আমেরিকায়
৯। দুই তরফা দাখিলার উত্পত্তিকাল—
ক. ১৪৪১ খ্রিস্টাব্দ খ. ১৩৯৪ খ্রিস্টাব্দ গ. ১৪৯৪ খ্রিস্টাব্দ ঘ. ১৪৪৯ খ্রিস্টাব্দ
১০। লুকা প্যাসিওলি তাঁর ‘সুম্মা এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
ক. এক তরফা দাখিলা পদ্ধতি
খ. এক তরফা দাখিলা পদ্ধতির সুবিধা
গ. দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা
ঘ. দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি
১১। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাব ব্যবস্থা খ. তথ্য ব্যবস্থা গ. নিরীক্ষা ব্যবস্থা ঘ. বিবরণী ব্যবস্থা
১২। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. মুনাফা নির্ণয়
গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ
১৩। মৌলিক হিসাব সমীকরণ কোনটি?
ক. সম্পদ = দায় + মালিকানা স্বত্ব খ. মালিকানা স্বত্ব = সম্পদ + দায়
গ. সম্পদ = দায় – মালিকানা স্বত্ব ঘ. দায় = সম্পদ + মালিকানা স্বত্ব
১৪। জনাব আহমেদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায় সম্প্রসারণ করার জন্য ব্যাংকঋণ পেতে কী করা প্রয়োজন?
ক. ব্যাংক ম্যানেজারের সাথে সখ্যতা গড়ে তোলা
খ. সঠিক হিসাব রাখা ও আর্থিক অবস্থা নিরূপণ
গ. দোকান সজ্জিতকরণ ও বিজ্ঞাপন দেওয়া
ঘ. হিসাবরক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ দেয়া
১৫। আয়কর, মূল্য সংযোজন কর ও ব্যক্তিগত আয়কর প্রদানের জন্য ব্যবহার করা হয় কোনটি?
ক. হিসাববিজ্ঞানের জ্ঞান
খ. আমদানি-রপ্তানির নীতি
গ. ব্যবসায়-বাণিজ্য নীতিমালা ঘ. সাধারণ শিক্ষার জ্ঞান
১৬। মূল্যবোধ বলতে কী বোঝায়?
ক. জবাবদিহিতা খ. মানদণ্ড
গ. নৈতিকতা ঘ. বৈশিষ্ট্য
১৭। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ—
ক. দেওয়া-পাওনা
খ. চাওয়া-পাওয়া
গ. গ্রহণ-বর্জন
ঘ. গ্রহণ-প্রদান
১৮। কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক. নগদে বিক্রয় খ. ধারে বিক্রয়
গ. অবচয় ঘ. সুদ প্রদান
১৯। কোন লেনদেনের ফলে মালিকানা স্বত্বের পরিবর্তন ঘটবে না?
ক. বাকিতে যন্ত্রপাতি ক্রয়
খ. বেতন প্রদান
গ. ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন
ঘ. অবচয় ধার্য
২০। ‘হিসাব’ বলতে বুঝায়—
ক. ব্যবসায়ের মোট আয়-ব্যয়সমূহ
খ. ব্যবসায়ের মোট সম্পদসমূহ
গ. ব্যবসায়ের সকল লেনদেনসমূহ
ঘ. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণী
২১। কোনটি লেনদেন নয়?
ক. মেশিনের অবচয়
খ. অগ্রিম বেতন প্রদান
গ. পণ্য উত্তোলন
ঘ. পণ্য সরবরাহের অর্ডার প্রাপ্তি
২২। বর্ধিত হিসাব সমীকরণ হলো—
ক. সম্পত্তি+দায় = মালিকের মূলধন+মালিকের উত্তোলন + আয়-ব্যয়
খ. সম্পত্তি = দায়+মালিকের মূলধন+মালিকের উত্তোলন+আয়-ব্যয়
গ. সম্পত্তি=দায়-মালিকের মূলধন-মালিকের উত্তোলন-আয়-ব্যয়
ঘ. সম্পত্তি = দায় + মালিকের মূলধন – মালিকের উত্তোলন + আয়-ব্যয়
২৩। সব ধরনের ঘটনা—
ক. জাবেদা খ. ঘটনা
গ. লেনদেন ঘ. লেনদেন নয়
২৪। আর্থিক অবস্থার পরিবর্তন কয়ভাবে হতে পারে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২৫। লেনদেনের দ্বৈতস্বত্বা বলতে কী বোঝায়?
ক. একটি পক্ষ বা হিসাব খ. দুবার হিসাব লিখন
গ. দুটি পক্ষ বা হিসাব
ঘ. একতরফা দাখিলা পদ্ধতি
২৬। কোনটি লেনদেন নয়?
ক. মায়ের সেবা
খ. বেতন প্রদান
গ. আসবাবপত্র ক্রয় ঘ. আসবাবপত্রের অবচয়
২৭। কোনটি লেনদেন নয়?
ক. মেশিনের অবচয়
খ. অগ্রিম বেতন প্রদান
গ. পণ্য উত্তোলন
ঘ. পণ্য সরবরাহের অর্ডার প্রাপ্তি
২৮। স্বত্বাধিকার বলতে কী বোঝায়?
ক. ব্যবসায়ের ওপর মালিকের অধিকার
খ. মালিকের ওপর ব্যবসায়ের অধিকার
গ. সম্পত্তির ওপর মালিকের দাবি বা অধিকার
ঘ. দায় পরিশোধ করার অধিকার
২৯। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে?
ক. L উপাদানের
খ. OE উপাদানের
গ. A উপাদানের
ঘ. A ও OE উপাদানের
৩০। ডেবিট নোট বা দেনা চিঠি তৈরি করেন কে?
ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট
৩১। ডেবিট নোট ব্যবহূত হয়—
ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
খ. ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
গ. নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
ঘ. নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য
৩২। ডেবিট নোটে কী লেখা হয়?
ক. ক্রয় ফেরতের বিবরণ খ. বিক্রয় ফেরতের বিবরণ
গ. বিক্রয়ের বিবরণ ঘ. ক্রয়ের বিবরণ
৩৩। ক্রেডিট নোট বা পাওনা চিঠি তৈরি করেন কে?
ক. বিক্রেতা খ. ক্রেতা গ. পরিবেশক ঘ. এজেন্ট
৩৪। ক্রেডিট নোটে কী লেখা হয়?
ক. ক্রয় ফেরতের বিবরণ খ. বিক্রয় ফেরতের বিবরণ
গ. বিক্রয়ের বিবরণ ঘ. ক্রয়ের বিবরণ
৩৫। কে চালান প্রস্তুত করেন?
ক. বিক্রেতা খ. মালিক গ. পাওনাদার ঘ. ক্রেতা
৩৬। ডেবিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?
ক. ক্রয় ও ব্যয়ের জন্য খ. বিক্রয় ও আয়ের জন্য
গ. উত্তোলনের জন্য ঘ. দায়ের জন্য
৩৭। ক্রেডিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?
ক. ক্রয় ও ব্যয়ের জন্য খ. বিক্রয় ও আয়ের জন্য
গ. উত্তোলনের জন্য ঘ. দায়ের জন্য
৩৮। লেনদেনের পক্ষ দুটি কারা ?
ক. পাওনাদার ও দেনাদার খ. দাতা ও গ্রহীতা
গ. ক্রেতা ও বিক্রেতা ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী
৩৯। হিসাব সমীকরণের ঙঊ উপাদানটি কখন হ্রাস পায়?
ক. সম্পত্তি বৃদ্ধি পেলে খ. ব্যয় বা ক্ষতি হলে
গ. দায় হ্রাস পেলে ঘ. আয় বৃদ্ধি পেলে
৪০। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?
ক. মূলধন খ. মালিকানাস্বত্ব
গ. পাওনাদার ঘ. মুনাফা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. গ
৭. ঘ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. গ ২৬. ক ২৭. ঘ ২৮. গ
২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. খ ৩৮. ঘ
৩৯. খ ৪০. খ





About Rahim Hasan 5 Articles
I am simple boy.I live in Chittagong. I love my country.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*