‌ঝিনাইদহ কল্যান ট্রা‌স্টে চেক হস্তান্তর অনুষ্ঠান আপ‌ডেট

শিক্ষা ব্যবস্থা জাতীয়কর‌ণের দাবীতে মত বি‌নিময় ও কল্যাণ ট্রা‌স্টের চেক হস্তান্তর শুক্রবার বিকা‌লে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রা‌স্টের সদস্য স‌চিব ও স্বাধীনতা শিক্ষক প‌রিষ‌দের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু ।

অধ্যক্ষ আসাদুর রহমান শাহীনের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন অধ্যক্ষ সলিম উল্লাহ সে‌লিম, অধ্যক্ষ নুরজাহান শারমীন, সামীম আহ‌মেদ খান, দে‌লোয়ার হো‌সেন, মারুফ হো‌সেন, জাহাঙ্গীর আলম, ম‌জিবুর রহমান ডা‌লিম প্রমুখ ।

সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ব‌লেন, সফল প্রধামন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ সারা বি‌শ্বে উন্নয়‌নের রোল ম‌ডেলে প‌রিনত হ‌য়ে‌ছে । বাংলা‌দে‌শে উন্নয়‌নের ধারা‌কে অব্যাহত রাখ‌তে হ‌লে শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী করার আহবান জানান । তি‌নি শিক্ষা ব্যবস্থা জাতীয়কর‌ণের ল‌ক্ষ্যে স্বাধ‌ীনতা শিক্ষক প‌রিষ‌দের পতাকাত‌লে ঐক্যবদ্ধ হ‌ওয়ার আহবান জানান ।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*