স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহাজান আলম সাজু বলেছেন বর্তমান সরকার যে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে তার অন্যতম দৃষ্টান্ত দেশের প্রায় আট হাজার মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরীয়ান নিয়োগ।
তিনি বলেন শেখ হাসিনার সরকার বর্তমান শিক্ষাকে বিশ্ব মানের শিক্ষায় উন্নীত করার টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন।
বেতনভূক্ত হওয়ায় এমপিও বঞ্চিত সহকারী লাইব্রেরীয়ানরা সম্প্রতি তাদের একটি প্রতিনিধি দল আজ সোমবার স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাজান আলম সাজু’কে ধনবাদ জানাতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, খায়রুল বাশার, মর্জিনা বেগম, সোহেল মিয়া, কাজী গোলাম রসুল, আজহারুল ইসলাম, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, শিরিন আক্তার, প্রভাতি রাণী ঘোষ, জিয়াউর রহমান প্রমুখ।