ফেনী টিটিসিতে বাংলা নববর্ষ বরণ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনীতে শুক্রবার (০১ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ১৪ এপ্রিল ২০১৭ খ্রিস্টাব্দ) নানা আয়োজনে বরণ হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪-কে।

সকাল সাড়ে দশটায় কলেজ প্রাঙ্গণে অতিথি, প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থী ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে বের হয় মঙ্গল শোভাযাত্রা। কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কলেজ মিলনায়তনে এসে শেষ হয়।

সেখানে অতিথি, প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থী ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ ‘আনন্দ উৎসব’। কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর গোলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক, লেখিকা ও সংস্কৃতিকর্মী ইসমত পারভীন রুনু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাছিনা বেগম। কলেজের প্রশিক্ষণার্থী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এরপর অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। পরে নিজেদের অংশগ্রহণে গান, কবিতা, কৌতুকসহ নানা আয়োজনের মাধ্যমে এক মনোজ্ঞ আনন্দ উৎসবে মেতে ওঠেন উপস্থিত সকলে। সবশেষে মিষ্টিমুখের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *