ঢাবি’র উপাচার্যের বক্তব্য সম্বন্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ২৬ নভেম্বর ১৫

১৪.৩.২০১৭ তারিখ ঢাবি’র উপাচার্যের সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে দেয়া অবাঞ্ছিত ও চরম আপত্তিকর বক্তব্যের ব্যাপারে আলোচনা ও করণীয় নির্ধারণে ১৫.৩.২০১৭ তারিখ সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিটি অফিসে সিন্ডিকেটের এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ২৬ নভেম্বর ১৫

দীর্ঘ আলোচনা শেষে সিন্ডিকেটে সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

“১৪-৩-২০১৭ তারিখ সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কোনোরূপ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে “খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়” মর্মে যে বক্তব্য রেখেছেন এবং যা পরের দিন (১৫-৩-২০১৭) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, তা খুবই অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, দু:খজনক ও নিন্দনীয় এবং উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির পক্ষে অপর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে এরূপ মন্তব্য অনভিপ্রেত ও অসমীচীন।

তাঁর বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও বিগত বছরসমূহের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ডিগ্রিকে দেশে-বিদেশ প্রশ্নবিদ্ধ করবে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। শিক্ষক হিসেবে তিনিও অবগত রয়েছেন যে, উত্তরপত্র মূল্যায়ন না করে চূড়ান্ত ফল প্রকাশ কিছুতেই সম্ভব নয়।

তাঁকে তাঁর বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো, অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্ন ও মর্যাদা হানির কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার বিশ্ববিদ্যালয় রাখবে।”





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*