১৪.৩.২০১৭ তারিখ ঢাবি’র উপাচার্যের সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে দেয়া অবাঞ্ছিত ও চরম আপত্তিকর বক্তব্যের ব্যাপারে আলোচনা ও করণীয় নির্ধারণে ১৫.৩.২০১৭ তারিখ সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিটি অফিসে সিন্ডিকেটের এক তাৎক্ষণিক সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনা শেষে সিন্ডিকেটে সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
“১৪-৩-২০১৭ তারিখ সরকারি তিতুমীর কলেজের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কোনোরূপ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে “খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়” মর্মে যে বক্তব্য রেখেছেন এবং যা পরের দিন (১৫-৩-২০১৭) বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, তা খুবই অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, দু:খজনক ও নিন্দনীয় এবং উপাচার্যের মতো দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তির পক্ষে অপর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সম্বন্ধে এরূপ মন্তব্য অনভিপ্রেত ও অসমীচীন।
তাঁর বক্তব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও বিগত বছরসমূহের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ডিগ্রিকে দেশে-বিদেশ প্রশ্নবিদ্ধ করবে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। শিক্ষক হিসেবে তিনিও অবগত রয়েছেন যে, উত্তরপত্র মূল্যায়ন না করে চূড়ান্ত ফল প্রকাশ কিছুতেই সম্ভব নয়।
তাঁকে তাঁর বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো, অন্যথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্ন ও মর্যাদা হানির কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার বিশ্ববিদ্যালয় রাখবে।”
Leave a Reply