ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস আজ

DU

DUযথাযথ ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোক দিবস পালিত হবে আজ বুধবার।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাবির জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সব ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছর দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবছর দিবসটি পালনে গত ২৮ সেপ্টেম্বর (রোববার) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শোক দিবসের নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ।

সকাল ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জগন্নাথ হল স্মৃতিসৌধে যাওয়া, পুষ্পস্তবক অর্পণ ও নিরবতা পালন।

এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত জগন্নাথ হল অক্টোবর স্মৃতিভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা।

৯টা থেকে ১০টা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের প্রার্থনা সভা, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ-সহ বিভিন্ন হলের মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত।

এছাড়াও রয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও এ সম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শনসহ সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি।

শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান (শোক সঙ্গীত ও কবিতা আবৃত্তি) অনুষ্ঠিত হবে।
এছাড়াও, শোক দিবস উপলক্ষে ‘অক্টোবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে। যা ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
তথ্যসূত্রঃ বাংলানিউজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*