আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ ব্যাপক কর্মসূচীপালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী, সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন এবং আলোচনা সভা।
এ উপলক্ষ্যে স্বাশিপ কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু’র নেতৃত্বে একুশে ফেব্রুয়ারী প্রতুষ্যে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাশিপ সহ-সভাপতি প্রফেসর মোঃ সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, আব্দুল বাতেন, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, মাওলানা সামসুল আলম, মামুন উদ্দিন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ ভূইয়া, ওমর ফারুক, মাসুদ রানা প্রমুখ।
Leave a Reply