বিজয়ের মাসে পতাকা – জাহিন আদিলাহ্

পতাকা
জাহিন আদিলাহ্
খাপখোলা তলোয়ারের ভাষায় আঁচড়ে পড়ে আক্রোশ,
সভ্যতার নামে চলে উর্দুর বান,
মিছিলে উচ্চস্বরে উচ্চারিত স্বৈরাচারের নিপাত
নরম ক্লেদে জমে পবিত্র মাংসের স্তুপ৷
ওদের শুধু জমিন চাই,
শুধু জমিন,
চাই পাকসার জমিন৷
 
শকুনেরা দলবদ্ধে ওড়ে লোভনীয় ঐ স্বর্ন মাটির উপর,
অভাগীরা মারা গেল না খেয়ে,
শিশুদের ঘাড়ে চড়ে ঋণের লাঙ্গল,
আলোচনার নামে করে রমরমা রাজনীতি,
ওদের শুধু জমিন চাই,
শুধু জমিন,
চাই পাকসার জমিন৷
 
পা পিছলে গিয়েছিল ধূর্ত কথায়,
প্রতিশ্রুতি ছিল পতাকার৷
স্বাধীনতার কবি বজ্রকন্ঠে নিমন্ত্রণ জানান স্বাধীনতার,
পুরো রেসকোর্স ময়দান হয়ে ওঠে কবিতা পৃষ্ঠ৷
জমিন পাবি না৷
রাইফেলের গাঁথা বেয়োনেটের খোঁচায় রক্তাক্ত আঙ্গুল,
তীব্র পদক্ষেপে বিস্তীর্ণ বিপরীত সরলতাহীন যাত্রা৷
অগ্নিগর্ভাদের চিহ্ন তৈরি করে বর্ম অভঙ্গুর
তপ্ত রক্তের বন্যায় প্লাবিত উর্বর মাটি৷
পতাকা চেয়েছিলাম৷
একটি পতাকা!
সাক্ষী জনগণের হৃদপিন্ড ফুঁড়ে তৈরি এই পতাকা৷





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*