সার্ক ট্যুরে পবিপ্রবির শিক্ষার্থীরা

মো মুস্তাফিজুর রহমান পাপ্পু, পবিপ্রবি: সার্ক ট্যুরে গেলে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।pstu-saarc-tour

৩০ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বহি: বাংলাদেশ শিক্ষা সফর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র অনুষদের ডিন প্রফেসর ড মো আবুল কাশেম চৌধুরি।

শিক্ষার্থীদের সাথে আছেন এগ্রোনমি বিভাগের প্রফেসর ড পূর্নেন্দু বিশ্বাস, সয়েল সায়েন্স বিভাগের মো আসাদ চৌধুরি, প্লান্ট প্যাথলজি বিভাগের মো রুবেল মাহমুদ। PSTU SAARC Tour 2016

ইন্ডিয়া ট্যুর নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উতসাহ উদ্দীপনা বিরাজ করেছে।

শিক্ষার্থী কে এম মেহেদী হাসান বলেন ” আমরা কলকাতা, দিল্লী, দার্জিলিং, সহ বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখবো. এই ট্যুরের স্বপ্ন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই দেখে আসছি, আজ আশা পূর্ন হচ্ছে”।

ছাত্রী রুবাইয়াত জাহান .তামান্না বলেন, ” অবশেষে স্বপ্নের ট্যুরে যেতে পারছি, খুব ভালো লাগছে , ইন্ডিয়াতে গিয়ে অনেক মজা হবে আশা করি”।

বেনাপোল-পেট্রোপোল সীমান্ত দিয়ে শিক্ষার্থীরা ভারতে প্রবেশ করবেন.শিক্ষার্থীরা আগামী ১৫ অক্টোবর ক্যাম্পাসে ফিরবেন বলে জানা যায়।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*