ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সাধারন ছাত্র-ছাত্রীদের গণ আন্দোলন

তারেক রহমান ভূইয়া: আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১০.৩০ মিনিটে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ সহকারি অধ্যক্ষ এর পদত্যাগ এর জন্য ক্যাম্পাসে সাধারণ ছাত্র ব্যানারে মিছিল করে। এক পর্যায়ে টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়ক অবরুদ্ধ করা হয়।bhawal-badre-alam-college

সাধারণ ছাত্র-ছাত্রী দাবি ছাত্র সংসদ নির্বাচন, পুকুরের মাছ চুরি, ছাত্রকল্যাণের অর্থ, নবিন বরণ, সেমিনার ফিস বেশি বিষয় নিয়ে ছাত্ররা আন্দোলন করেন।

অধ্যক্ষর সাথে কথাবলা সুযোগ হয়নি। কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক বলেন, “এই অান্দোরনের কোন ভিত্তি নেই। মিথ্যা ইস্যু নিয়ে কলেজ এর ভাবমূর্তি বিনষ্ট করা হচ্ছে। গত পরীক্ষায় এক ছাত্রনেতাকে নকল করতে দেওয়া হয়নি বলে আজ এই দশা।”

গাজীপুরে পুরিশ সুপারের নির্দেশে আনোয়ার হোসেন ডিবি, সাদা পোশাকে পুলিশ আবস্থা নিয়ন্ত্রণে কাজ করে। সংবাদ তৈরি পযর্ন্ত কোন অপ্রীতিকর গঠনা ঘটেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *