প্রায় ২ মাস পর খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

By Emdadul Hoque

Published on:

Advertisements

অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রায় ৫৫ দিন পর আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) খুলে দেওয়া হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। উল্লেখ থাকে যে, গত ১ আগস্টের প্রথম প্রহরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।comilla university

১৮ সেপ্টেম্বর (রোববার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি মারফত জানা যায়, গত ৩০ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৫ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম চালু হবে। এর আগে ২৪ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল খুলে দেয়া হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বলে জানা যায়।

Leave a Comment