ইতিহাসের এই দিনে – ৪ঠা আগস্ট

Advertisements

ঘটনাবলী

  • ০৯৫৪ সালের এই দিনে সাইফুদ্দৌলা হামদানী রোমান খ্রিস্টানদের পরাজিত করেন।
  • ১১৮১ সালের এই দিনে ক্যাসিওপিয়াতে সুপারনোভা দেখা যায় ।
  • ১৪৯২ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
  • ১৫৭৮ সালের এই দিনে আল কাছার আল কবিরের যুদ্ধে মুরদের হাতে পর্তুগিজরা পরাজিত হয়।
  • ১৬৬৬ সালের এই দিনে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।
  • ১৮৭০ সালের এই দিনে লর্ড ওয়ানটেজ ব্রিটিশ রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন।
  • ১৮৮৫ সালের এই দিনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।
  • ১৮৮৬ সালের এই দিনে কলম্বিয়াতে শাসনতন্ত্র গৃহীত হয় ।
  • ১৯০৪ সালের এই দিনে ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশীর ভাগই হাস্য রসাত্বক, বিনোদন ও সমালোচনা ধর্মী লেখা প্রকাশিত হত।
  • ১৯০৬ সালের এই দিনে ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন।
  • ১৯১৪ সালের এই দিনে জার্মানি বেলজিয়াম দখল করে।
  • ১৯১৪ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৩৫ সালের এই দিনে ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ।
  • ১৯৪০ সালের এই দিনে ইতালীয় সেনাবাহিনী কেনিয়া, সুদান ও ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করে।
  • ১৯৬৪ সালের এই দিনে দক্ষিণ চীন সাগরে উত্তর ভিয়েতনাম ও মার্কিন যুদ্ধ জাহাজের মধ্যে সংঘর্ষ হয় এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়।
  • ১৯৭২ সালের এই দিনে উগান্ডার রাষ্ট্রপতি ইদি আমিন চল্লিশ হাজার এশিয়াবাসীকে উগান্ডা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
  • ২০০০ সালের এই দিনে ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন করা হয়।

জন্ম

  • ১৭৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্সি বিশি শেলি, তিনি ছিলেন ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
  • ১৮০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, তিনি ছিলেন আইরিশ পদার্থবিদ, জ্যোতির্বিদ ও গণিতবিদ।
  • ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ভেন, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
  • ১৮৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনুট হামসুন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান লেখক, কবি ও নাট্যকার।
  • ১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানী এলিজাবেথ, তিনি ছিলেন যুক্তরাজ্য রানী।
  • ১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়িটল্ড গমবরোওয়িকয, তিনি ছিলেন পোলিশ লেখক ও নাট্যকার।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিশোর কুমার, তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক ও নায়ক।
  • ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবুল হাসান, তিনি ছিলেন বাংলাদেশের একজন আধুনিক কবি ও সাংবাদিক।
  • ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিরোয়ুকি উসুই, তিনি জাপানি সাবেক ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি বব থর্নটন, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো, তিনি স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
  • ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বারাক ওবামা, তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও ৪৪তম প্রেসিডেন্ট।
  • ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ন্‌ ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ, তিনি সুইডিশ সৈনিক, রাজনীতিবিদ ও ৪২তম প্রধানমন্ত্রী।
  • ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরবাজ খান, তিনি ভারতীয় অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক।
  • ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস বয়া, তিনি পর্তুগিজ ফুটবলার।
  • ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবিন জন পিটারসন, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্ক মিলিগান, তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, তিনি ইকুয়েডর ফুটবলার।

মৃত্যু

  • ১০৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম হেনরি, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
  • ১৫২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুয়ান সেবাস্টিয়ান এল্কানো, তিনি ছিলেন স্প্যানিশ এক্সপ্লোরার ও ন্যাভিগেটর।
  • ১৮৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, তিনি ছিলেন ডেনীয় ঔপন্যাসিক, ছোট গল্পকার ও কবি।
  • ১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসহাক লেভিটান, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।
  • ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড উইলিয়াম গ্রিগরি, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ও আম্পায়ার।
  • ১৯২২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আনোয়ার পাশা, তিনি ছিলেন অটোমান জেনারেল ও রাজনীতিবিদ।
  • ১৯৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রামকৃষ্ণ বিশ্বাস, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
  • ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিলেভা মেরিক, তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মী।
  • ১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াশিংটন লুইস, তিনি ছিলেন ব্রাজিলের আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩ তম প্রেসিডেন্ট।
  • ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডগার ডগলাস আদ্রিয়ান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ চিকিৎসাবিজ্ঞানী।
  • ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভিক্টর মাটুরে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
  • ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ ও ভাইরাসবিদ।
  • ২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নাওকি মাটসুডা, তিনি ছিলেন জাপানি ফুটবলার।

Leave a Comment