প্রতিমাসের ৭ তারিখের মধ্যে অনুপস্থিত শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর ছুটি শেষে অননুমোদিত অনুপস্থিতির হালনাগাদ তালিকা প্রতিমাসের ৭ তারিখের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।Education Ministry Of Bangladesh

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত পাঠানো এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে জানা যায়, সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা দেশে অথবা বিদেশে ছুটি ভোগ শেষে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে মাউশিকে তার তালিকা করতে বলা হয়েছে।

একইসাথে মাউশিকে এ তালিকার হালনাগাদ প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাঈমা আক্তার যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্যভিত্তিক ধর্মীয় উগ্রপন্থি সংগঠন আইএসে। একা নয়, সঙ্গে নিয়েছেন শিশুচিকিৎসক স্বামীসহ দুই মেয়ে এবং মেয়ের জামাতাকে । এ নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষা





About লেখাপড়া বিডি ডেস্ক 1525 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*