সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে রংপুরে স্বাশিপ এর মানববন্ধন কর্মসূচী পালন

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশব্যাপী বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার স্বাধীনতা শিক্ষক পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়।13729015_1637367376581736_1827414634552847341_n

মোঃ সামসুল হুদা প্রামানিক আরে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোলাম আজম মন্টু, মোঃ মাহবুবুর রহমান, বিমল কুমার, ফজলুল হক, আতাউর রহমান, এমদাদুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *