‘শিক্ষার মানোন্নয়নে কলেজ র‌্যাংকিং ভূমিকা রাখবে’ – শিক্ষামন্ত্রী

২০-৫-২০১৬ তারিখ শুক্রবার বিকেল ৪ টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ র‌্যাংকিং ২০১৫ এ নির্বাচিত কলেজসমূহকে সম্মাননা স্মারক, সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রধান অতিথির ভাষণে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, “ উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎস্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলী অর্জনে সহায়তা দান।যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৮৫টি ¯ স্নাতক (সম্মান) কলেজের র‌্যাংকিং এবং শীর্ষস্থানীয় কলেজসমূহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষার মানোন্নয়নে এটি ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথির ভাষণে অধ্যাপক আবদুল মান্নান বলেন, “বাংলাদেশে বিগত চার দশকে শিক্ষার পরিসর যেভাবে সম্প্রসারিত হয়েছে, সে তুলনায় এর মান বাড়েনি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষার মানোন্নয়ন। জাতীয় বিশ্ববিদ্যালয় সারাদেশের অধিভুক্ত কলেজেগুলোকে পারফরমেন্স ভিত্তিক র‌্যাংকিং-এর আওতায় এনে পুরস্কৃত করার যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি খুবই সময়োপযোগী পদক্ষেপ।”

সভাপতির ভাষণে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “কলেজ শিক্ষার মানোন্নয়নের প্রতি বিশেষ দৃষ্টি রেখে ২০১৫ সালের জন্য আমরা সারা দেশে অধিভুক্ত অনার্স ও মাস্টার্স পাঠদানকারী কলেজগুলোর পারফরমেন্স র‌্যাংকিং-এর উদ্যোগ গ্রহণ করি। ৩১টি সূচকের ভিত্তিতে এ র‌্যাংকিংয়ের ব্যবস্থা করা হয়। উচ্চ স্কোর অর্জন করে জাতীয়, আঞ্চলিক ও বিশেষ ক্যাটাগরিতে যে সব কলেজ নির্বাচিত হয়েছে, সে সব কলেজকে আজ পুরষ্কৃত করা হলো। আমাদের এ আয়োজনের উদ্দেশ্য একটিই আর তা হচ্ছে, কলেজ শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি, কোনো কলেজকে ছোট কোনো কলেজকে বড় করে দেখানো নয়। আমাদের এ আয়োজন প্রতিবছর চলবে। আশা করি ভবিষ্যতে অধিক সংখ্যক কলেজ এতে অংশ গ্রহণ করবে।”

press-20052016
অনুষ্ঠানে সর্বমোট ৬৭টি কলেজকে সম্মাননা স্মাক, সনদ এবং ৫ ও ১০ হাজার টাকা মূল্যের বই উপহার দেয়া হয়।
পুরষ্কার প্রাপ্ত কলেজগুলো হলো:
জাতীয় পর্যায়ে ৫ (পাঁচ)টি সেরা কলেজঃ রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজঃ ইডেন মহিলা কলেজ
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজঃ রাজশাহী কলেজ
জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজঃ ঢাকা কমার্স কলেজ (বেসরকারি)
ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ১০টি সেরা কলেজঃ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল, লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, সরকারি বাঙলা কলেজ, ঢাকা, ঢাকা সিটি কলেজ(বেসরকারি), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা
চট্টগ্রাম অঞ্চলের ১০টি সেরা কলেজঃ চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম (বেসরকারি)
রাজশাহী অঞ্চলের ১০টি সেরা কলেজঃ রাজশাহী কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী (বেসরকারি), সৈয়দ আহমদ কলেজ, বগুড়া (বেসরকারি), রাজশাহী সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী
খুলনা অঞ্চলের ১০টি সেরা কলেজঃ সরকারি এম এম কলেজ, যশোর, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি), সরকারি মহিলা কলেজ, যশোর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, উপশহর মহিলা ডিগ্রি কলেজ, যশোর(বেসরকারি), সাতক্ষীরা সিটি কলেজ (বেসরকারি), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি পি সি কলেজ, বাগেরহাট, সরকারি শ্যামনগর মহসীন কলেজ, সাতক্ষীরা, নওয়াপাড়া কলেজ, যশোর (বেসরকারি)
বরিশাল অঞ্চলের ৯টি সেরা কলেজঃ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, সরকারি মহিলা কলেজ, বরিশাল, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা, সরকারি ফজলুল হক কলেজ, বরিশাল
সিলেট অঞ্চলের ৮টি সেরা কলেজঃ এম সি কলেজ, সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, সরকারি মহিলা কলেজ, সিলেট, মৌলভীবাজার সরকারি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট (বেসরকারি), সুনামগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সিলেট (বেসরকারি), সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার
রংপুর অঞ্চলের ১০টি সেরা কলেজঃ কারমাইকেল কলেজ, রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (বেসরকারি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট (বেসরকারি), নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, রংপুর সরকারি কলেজ





About লেখাপড়া বিডি ডেস্ক 1526 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*