ইতিহাসের এই দিনে – ২০শে মে

ঘটনাবলী

  • ১২৯৩ সালের এই দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোক মৃত্যুবরণ করে।
  • ১৪৯৮ সালের এই দিনে পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
  • ১৬০৯ সালের এই দিনে লন্ডনে সেকসপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন থমাস থর্প।
  • ১৯০২ সালের এই দিনে কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।
  • ১৯১০ সালের এই দিনে টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
  • ১৯৩২ সালের এই দিনে ইয়ারহার্ট প্রথম মহিলা ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
  • ১৯৩৪ সালের এই দিনে সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৩৯ সালের এই দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
  • ১৯৮৩ সালের এই দিনে সায়েন্স ম্যাগাজিনে এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৮৬ সালের এই দিনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন।
  • ২০০৬ সালের এই দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

জন্ম

  • ১৭৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনোরে দ্য বালজাক, তিনি ছিলেন একজন ফরাসি সাহিত্যিক।
  • ১৮০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন স্টুয়ার্ট মিল, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ।
  • ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেদেরিক পাসি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ীফরাসি অর্থনীতিবিদ।
  • ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ড বুচনের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
  • ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিগ্রিড উন্ডসেট, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান লেখক।
  • ১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারিন মলাডের, তিনি ছিলেন সুইডিশ অভিনেত্রী।
  • ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লউইস ডাকুইন, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
  • ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বি লুইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
  • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইকের চাসিললাস, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এম্মস, তিনি ইংরেজ অভিনেতা।
  • ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউসুফ কাসাল, তিনি তুর্কি ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

  • ১৫০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার কলম্বাস, তিনি ছিলেন ইতালীতে জন্মগ্রহনকারী নাবিক ও অভিযাত্রী।
  • ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিপিন চন্দ্র পাল, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক।
  • ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভেরনার ভন হেইডেন্সটাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
  • ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিস্ফোরণে জার্মান পদার্থবিজ্ঞানী।
  • ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিক্স বারবহম, ইংরেজ লেখক ও অঙ্কনশিল্পী।
  • ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হিক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ ও একাডেমিক।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ডার্স এলিয়াসসন, তিনি ছিলেন সুইডিশ সুরকার।





About লেখাপড়া বিডি ডেস্ক 1527 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*