ইতিহাসের এই দিনে – ২০শে মে

Advertisements

ঘটনাবলী

  • ১২৯৩ সালের এই দিনে জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোক মৃত্যুবরণ করে।
  • ১৪৯৮ সালের এই দিনে পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
  • ১৬০৯ সালের এই দিনে লন্ডনে সেকসপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয়। প্রকাশক ছিলেন থমাস থর্প।
  • ১৯০২ সালের এই দিনে কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।
  • ১৯১০ সালের এই দিনে টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
  • ১৯৩২ সালের এই দিনে ইয়ারহার্ট প্রথম মহিলা ‍যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।
  • ১৯৩৪ সালের এই দিনে সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
  • ১৯৩৯ সালের এই দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
  • ১৯৮৩ সালের এই দিনে সায়েন্স ম্যাগাজিনে এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৮৬ সালের এই দিনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯৬ সালের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন।
  • ২০০৬ সালের এই দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

জন্ম

  • ১৭৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অনোরে দ্য বালজাক, তিনি ছিলেন একজন ফরাসি সাহিত্যিক।
  • ১৮০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন স্টুয়ার্ট মিল, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ।
  • ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেদেরিক পাসি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ীফরাসি অর্থনীতিবিদ।
  • ১৮৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ড বুচনের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
  • ১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিগ্রিড উন্ডসেট, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান লেখক।
  • ১৮৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারিন মলাডের, তিনি ছিলেন সুইডিশ অভিনেত্রী।
  • ১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লউইস ডাকুইন, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও পরিচালক।
  • ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড বি লুইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
  • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইকের চাসিললাস, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এম্মস, তিনি ইংরেজ অভিনেতা।
  • ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউসুফ কাসাল, তিনি তুর্কি ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

  • ১৫০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার কলম্বাস, তিনি ছিলেন ইতালীতে জন্মগ্রহনকারী নাবিক ও অভিযাত্রী।
  • ১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিপিন চন্দ্র পাল, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক।
  • ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভেরনার ভন হেইডেন্সটাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
  • ১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ এডুয়ার্ড আন্টন ফন লেনার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিস্ফোরণে জার্মান পদার্থবিজ্ঞানী।
  • ১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিক্স বারবহম, ইংরেজ লেখক ও অঙ্কনশিল্পী।
  • ১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হিক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ ও একাডেমিক।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্ডার্স এলিয়াসসন, তিনি ছিলেন সুইডিশ সুরকার।

Leave a Comment