বিশ্বের সবচেয়ে বড় জাহাজের প্রসঙ্গ এলেই আসে টাইটানিকের নাম। তবে আভিজাত্য ও আকারের দিক থেকে “হারমনি অব দ্য সিস” টাইটানিকের চেয়ে অনেক এগিয়ে।
এই প্রমোদতরিটি টাইটানিকের অপেক্ষা তিনগুণ কিংবা প্রমাণ সাইজের চারটি ফুটবল মাঠের চেয়েও বড়। ১৬তলা জাহাজটি আইফেল টাওয়ারের চেয়েও ৫০ মিটার উঁচু। প্রায় সাত হাজার যাত্রী ধারণক্ষমতার এই জাহাজটি যুক্তরাষ্ট্রভিত্তিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস লিমিটেডের জন্য তৈরি করা হয়েছে আটলান্টিকের পাড়ে ফ্রান্সের একটি শিপইয়ার্ডে। গত রোববার সাড়ম্বরে এটি ফ্রান্সের বন্দর থেকে প্রথম যাত্রা শুরু করে। আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সাউদাম্পটনে পৌঁছার কথা রয়েছে জাহাজটির।
এরকম আরে ভালো ভালো ও অজানা তথ্য পেতে চাইলে এখনি ভিজিট করুন এই সাইটে –> http://wtricksinfo.blogspot.com/
Leave a Reply