আপনারা কি জানেন ইংরেজি সালের মাসগুলোর নামকরণ কিভাবে করা হয়েছে? যদি জেনে না থাকেন তাহলে আজকের পোস্ট থেকে আপনারা জানতে পারবেন কিভাবে এলো এই নামগুলো। তাহলে চলুন জেনে নেওয়া যাক…
জানুয়ারী – রোমান দেবতা জেনাস এর নাম থেকে।
ফেব্রুয়ারী – রোমান ফেব্রুয়াম উৎসব এর নাম থেকে।
মার্চ – রোমান বুদ্ধের দেবতা মার্জ এর নামানুসারে।
এপ্রিল – ল্যাটিন শব্দ আপেয়িরে অর্থ হল খুলে ধরা। এই সময়টা প্রকৃতি সব সাজে সজ্জিত হয়,সেই থেকে এই মাসের নাম হয়েছে।
মে – রোমানদের দেবী মাইয়া – এর নামানুসারে।
জুন – রোমান স্বর্গের দেবী জুলিয়ুস এর নামানুসারে।
জুলাই – সম্রাট জুলিয়াস সিজার এর নামানুসারে।
আগষ্ট – রোম সম্রাট অগাস্টাস এর যুদ্ধ বিজয় উপলক্ষে এই মাসের নাম রাখা হয়েছিল তার নামে।
সেপ্টেম্বর – ল্যাটিন শব্দ সক্তা থেকে,যার অর্থ সপ্তম।
অক্টোবর – ল্যাটিন শব্দ অক্ট থেকে,যার অর্থ অষ্টম।
নভেম্বর – ল্যাটিন শব্দ নোভাস থেকে,যার অর্থ নবম।
ডিসেম্বর – ল্যাটিন শব্দ দেসেস থেকে,যার অর্থ দশ।
Leave a Reply