এখন থেকে স্নাতকোত্তর পর্যায়েও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি

Advertisements

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের সুযোগ রেখে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন, ২০১৬’র খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।Seikh Hasina
২১ মার্চ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আছে। আইন সংশোধন করে স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার্স, এমফিল ও পিএইচডি’র বৃত্তি প্রদান করা হবে।

এছাড়া আইনের অধীনে নীতিমালা প্রণয়নেরও ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়াও মন্ত্রিসভায় ‘জাতীয় শিল্পনীতি, ২০১৬’র খসড়ার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভায় ‘সেনা নিবাস আইন, ২০১৬’র খসড়া উপস্থাপন করা হলেও তা পরীক্ষা নিরীক্ষা করে আবারও নিয়ে আসতে বলা হয়েছে।

 

– বাংলানিউজ

Leave a Comment