বাউবি এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩, বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বাউবি এসএসসি পরীক্ষা-২০২৩ এর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফলাফল ০৭ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে। এবার বাউবি এসএসসি চূড়ান্ত পরীক্ষায় পাশের হার ৬৪.৯৯%
বাউবি এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ অনলাইনে, এসএমএস মাধ্যমে ও বাউবি’র সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। অনলাইনে বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে লেখাপড়া বিডি থেকেও দেখা যাচ্ছে।
ফলাফলের নাম | বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ |
বোর্ডের নাম | বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
পরীক্ষার সাল | ২০২৩ |
বাউবি এসএসসি রেজাল্ট কবে দিবে? | ০৭ আগস্ট ২০২৩ |
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা | ২১,৮৩৫ |
পাশের হার | ৬৪.৯৯% |
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ফলাফল ২০২৩ দেখুন এখানে
Bangladesh Open University SSC result 2023
এসএমএস এর মাধ্যমে বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
বাংলালিংক, রবি ও টেলিটক অপারেটরএর ক্ষেত্রেঃ-
SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ
bou<space>student ID (11digits without any space, for example 10023810001)
এরপর 2777 নম্বরে পাঠিয়ে দিন।
গ্রামীণফোনের ক্ষেত্রেঃ-
PB<space>BOU<space>student ID (11digits without any space, for example 10023810001)
এরপর 16554 নম্বরে পাঠিয়ে দিন।
ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রতি এসএমএস জন্য ২.৬৭/- চার্জ করা হবে।
বাউবি এসএসসি রেজাল্ট ২০২৩ বিশ্লেষণ
বাউবি’র এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩৭,৭৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ২৩,৬৭৪ এবং ছাত্রী ১৪,০৮৯ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৪,১৯০ জন পরীক্ষার্থী পাস করেছে। এ পরীক্ষায় পাসের হার ৬৪.৯৯ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ১২/০৫/২০২৩ তারিখ থেকে শুরু হয়ে ০৯/০৬/২০২৩ তারিখ শেষ হয়।
Leave a Reply