ইতিহাসের এই দিনে – ৯ই মার্চ

বিশেষ দিবস

  • কোন বিশেষ দিবস নেই।

ঘটনাবলী

  • ১০৭৪ সালের এই দিনে পোপ সপ্তম গ্রেগরী বিবাহিত পাদ্রীদের ধর্মচ্যুত করেন।
  • ১৪৫১ সালের এই দিনে আমেরিগো ভেসপুচির জন্ম, তাঁর নামেই আমেরিকার নামকরণ করা হয়।
  • ১৮৫৮ সালের এই দিনে সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।
  • ১৮৭২ সালের এই দিনে ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০২ সালের এই দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
  • ১৯১৮ সালের এই দিনে রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
  • ১৯৩০ সালের এই দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
  • ১৯৫৬ সালের এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
  • ১৯৬১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।
  • ১৯৯২ সালের এই দিনে ইহুদীবাদী ইসরাইলের প্রতিষ্ঠাতা এবং ডানপন্থী লিকুদ দলের নেতা মেনাচেম বেগিন মৃত্যুবরণ করেন ।
  • ২০১৫ সালে এই দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয়৷

জন্ম

  • ১৪৫২ সালের এই দিনে নৌ-অভিযাত্রী আমেরিগেডেস পুচি জন্ম গ্রহণ করেন।
  • ১৪৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমেরিগও ভেসপুসি, তিনি ছিলেন ইতালীয় মানচিত্রকর এবং এক্সপ্লোরার।
  • ১৭৬৭ সালের এই দিনে প্রাবন্ধিক ও রাজনৈতিক উইলিয়াম কচেট জন্ম গ্রহণ করেন।
  • ১৮০৯ সালের এই দিনে মরমী কবি পাগলা কানাইয় জন্ম গ্রহণ করেন।
  • ১৮১২ সালের এই দিনে কবি-সম্পাদক ঈশ্বর গুপ্ত জন্ম গ্রহণ করেন।
  • ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টারাস শেভচেঙ্কো, তিনি ছিলেন ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
  • ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যাচেস্লাভ মলোটভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
  • ১৯০৭ সালের এই দিনে রুমানিয়ার লেখক মির্চা এলিয়াদ জন্ম গ্রহণ করেন।
  • ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার কোন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিল্লুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
  • ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইয়ুম চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী।
  • ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরি গ্যাগারিন, তিনি ছিলেন রাশিয়ান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।
  • ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কালে, তিনি ওয়েলশ গায়ক, গীতিকার, ভিওলা বাদক ও প্রযোজক।
  • ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জেমস ববি ফিশার, তিনি ছিলেন আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
  • ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাকির হোসেন, তিনি ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা।
  • ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরনেলা মুতী, তিনি ইতালীয় অভিনেত্রী।
  • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকাকি কাজিটা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
  • ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়েটে বিনচে, তিনি ফরাসি অভিনেত্রী।
  • ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ুরি জর্কেফ, তিনি ফরাসি ফুটবলার।
  • ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
  • ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইটে পেরনি, তিনি মেক্সিক্যান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
  • ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দালি ব্লিন্ড, তিনি ডাচ ফুটবলার।

মৃত্যু

  • ১৩৫৪ সালের এই দিনে বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান সাদর পরলোকগমন করেন ।
  • ১৬৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ডিনাল মাযারিন, তিনি ছিলেন ইতালীয় ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
  • ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, তিনি ছিলেন ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
  • ১৮৫৮ সালের এই দিনে কবি পণ্ডিত ও নাট্যকার মদনমোহন তর্কালঙ্কার মৃত্যুবরণ করেন।
  • ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, তিনি ছিলেন আফগান ভাবাদর্শী ও একটিভিস্ট।
  • ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
  • ১৯৮১ সালের এই দিনে জার্মান-আমেরিকান নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী ম্যাক্স লুডউইগ ডেলবুর্ক মৃত্যুবরণ করেন
  • ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উলফ ভন ইউলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী।
  • ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ট গেয়র্গ কিয়েসিঙ্গের, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ।
  • ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেনাখেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
  • ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দো রেয়, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেতা।
  • ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ বার্নস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ২০১২ সালের এই দিনে ভারতের চলচিত্র অভিনেতা ও পরিচালক জয় মুখার্জি মৃত্যুবরণ করেন ।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ ফাহিম, তিনি ছিলেন আফগান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট।
  • ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালেক্সিস ভাস্টিনে, তিনি ছিলেন ফরাসি মুষ্টিযোদ্ধা।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*