ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়-ডিআইইউ ক্রেডিট ট্রান্সফারের সুযোগ

By লেখাপড়া বিডি ডেস্ক

Published on:

Advertisements

আমেরিকার ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসে বিবিএ প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। Daffodil International University

১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ডিআইইউ’র জনসংযোগ শাখার ঊর্ধ্বতন সহকারী পরিচালক হাবিব কাজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের স্বল্প সময়ে ও ন্যূনতম ব্যয়ে উচ্চ শিক্ষা গ্রহণে এ দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিবিএ প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এর ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের আমেরিকায় বিশ্বের সর্বোচ্চ Business School Accreditation Agency (AACSB) কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানে অধ্যয়নের নতুন দ্বার উম্মোচিত হলো।

চুক্তি অনুযায়ী, বিবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৬০ ক্রেডিট সম্পন্ন করলে ও ন্যূনতম সিজিপিএ ২ দশমিক ৫ অর্জন করতে পারলেই ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এ ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাবে। এছাড়াও ওই বিশ্ববিদ্যালয় থেকে on campus বা online এ ডিগ্রি অর্জন করতে পারবে।

Leave a Comment