বশেমুরবিপ্রবি’তে ইভিনিং এমবিএ কোর্সে ভর্তির বিস্তারিত তথ্য

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২ বছর মেয়াদী ইভিনিং এমবিএ ২০১৬ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি রাতে ইভিনিং এমবিএ প্রোগ্রামের চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেট কর্তৃক স্বাক্ষরিত এই ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চলুন জেনে নেওয়া যাক ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য….

আবেদনের যোগ্যতাঃ Req

আবেদনের সময়সীমাঃ ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত এ কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন ফি ও ফরমঃ আবেদন ফি ১০০০ টাকা, আবেদন ফরম ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন অথবা অনলাইনে আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতিঃ
The FBS online A/C Name    : EMBA Program, FBS
The FBS online A/C No.    : 0200006250430, Agrani Bank Limited, BSMRSTU Branch, Gopalganj
OR
The FBS DBBL Mobile Bank A/c No.  : (Biller ID) 218

লিখিত পরীক্ষার তারিখঃ ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত (এক ঘন্টা)।

[(MCQ) English: 20; Math: 20; IQ & Mental Ability: 10; Composition Writing: 10 (60 Marks)]

মৌখিক পরীক্ষার তারিখঃ ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শুরু হবে।

প্রোগ্রামের সময়সীমা ও ক্রেডিটঃ ২ বছর, ৬৬ ক্রেডিট।

আসন সংখ্যাঃ ৫০ জন।

[ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড]

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে- (০২) ৬৬৮২১৭৪, ০১৭১৯২৮১৮২৩, ০১৭১৬৫৭৪২৫২ নম্বরে ফোন করে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদী এলএলবি (পাস) প্রোগ্রাম ২০১৬ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ কোর্সে আবেদন করতে পারবেন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আসন সংখ্যা ১৫০টি। ২৯ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে এর ভাইভা শুরু হবে।





About আল মামুন মুন্না 822 Articles
আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*