‘শিকড়ের ঘ্রাণ ‘

গওহর গালিবের ‘শিকড়ের ঘ্রাণ ‘ নিছক গল্পগ্রন্হ নয়;সেই সাথে এটি উত্তর জনপদের সময়,সমাজ ও মানুষের ব্যবচ্ছিন্ন আখ্যান । বিশেষত সদ্যবিলুপ্ত শিটমহলের অভ্যন্তরীণ জীবন সংকট ও জীবনসংগ্রামের আত্যন্তিক অভিঙ্গতার রূপায়ন ঘটেছে এ গ্রন্থের নামগল্পে। পাশাপাশি অন্যান্য গল্পে ব্যক্তি মানুষের নৈসংঙ্গ্য ও একাকিত্বের দহনকাল আমাদের নিবিষ্ট করবে জীবনের ভিন্নপাঠে ।

জীবন মানেই দেহ ও মনের সন্ধি সেখানে ফুটে ফুল বসস্ত এ বর্ষার অনুরাগে । কিন্তু রৌদ্র ও উত্তাপে দগ্ধ জীবন মধুকাল বিরহ হয়ে উঠে কখনও কখনও।

আর সে বিরল বিষন্ন বেলার গল্প শুনাতে গিয়ে গল্পকার হয়ে উঠবেন নির্বেদ ও নৈসংঙ্গপীড়িত মানুষের কথাকার। প্রকৃত অর্থে গওহর গালিব তাঁর স্বভাবসুলভ নির্মায়িক সারল্য এক অনুসুক্ষ্ন দৃষ্টিকোন থেকে আমাদের শুনাবেন জীবনের গল্প ।

12548951_535558549952542_1007630057266215255_n

 

বি:দ্র: বইটি পাওয়া যাবে ৪৮৬ নাম্বার স্টলে ,চিত্রা প্রকাশন ।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*