গত ২৭-১২-২০১৫ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (প্রফেশনাল) ভর্তি নির্দেশিকা-২০১৫ প্রকাশিত হয় | এখানে ভর্তি নির্দেশিকা ২ এ ক্রমিক খ তে বি পি এডে ভর্তির যোগ্যতার কথা বলা হয় যে, NU থেকে ৩ (তিন) বছর মেয়াদী স্নাতক (পাশ) ও ৪ (চার ) বছর মেয়াদী স্নাতক (সন্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে|
উল্লেখ্য গত ১০-১২-২০১৫ তারিখে ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় | যান্ত্রিক ত্রুটির কারনে যারা NU থেকে ২০১৩ সালে অনার্স করেছে তারা ভর্তি হতে পারেনি আর্থাৎ সার্ভার গ্রহন করেনি|
বি পি এড ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা মাস্টার্সের ফরম উঠাই নি | কারণ নির্দেশনায় উল্লেখ আছে যে, একই শিক্ষাবর্ষে NU এর দ্বৈত কোর্সে ভর্তি হওয়া যাবে না | এ ক্ষেত্রে ভর্তি বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে |
এ দিকে মাস্টার্সের ভর্তি কার্যক্রম শেষ | শুধুমাত্র পুন:মূল্যায়নকারীদের বাকি আছে | এমতাবস্থায় বি পি এড ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যদি বিপিএডে ভর্তি হতে না পারে বা তাদের ভর্তির ব্যবস্থা করতে সরকার ব্যর্থ হলে পুরা ১ (এক) বছর ক্ষতি হবে |
সুতরাং এ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ যাতে ২০১৩ সালে অনার্স পাশ করা সকল বিপিএড ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারে তার ব্যবস্থা করবেন |
ধন্যবাদান্তে
সরদার হাফিজুর রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড কোর্সে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের পক্ষে
Leave a Reply