এবার গ্রামার শিখুন খুব সহজে

অনেকের কথা বলা শিখতে সমস্যা হয় বলে তাদের মনে একটা ভূল ধারণা হয়েছে যে তারা ইংরেজী শিখতে তেমন পটু নয়। বাস্তবে এর কারণ হল অধিকাংশ ইংরেজী শেখার ক্লাসের পরিবেশ ইংরেজীতে কথা বলার উপযোগী নয়।
অধিকাংশ ইংরেজী কোর্সের উপকরণ কথ্যভাষা শেখানোর গুরুত্ব দেয় না। যারা ঐ সকল উপকরন থেকে শেখে অনেক সময় তাদের উচ্চারণ অদ্ভুত শুনতে লাগে, মনে হয় তারা কোন পড়ার বই পাঠ করছে। উচ্চারণ ভুল ছাড়াও এমন বদ অভ্যস জন্মায় যা অগ্রগতির অন্তরায়, যখন অধিকাংশ শিক্ষার্থীই একে অন্যের সাথে অভ্যাস করে,বঙ্গবাসীর সঙ্গে না।
প্রতিটি ইংরেজী পাঠে ব্যবহারকারী ও স্বদেশী বক্তার মধ্যে আলাপ চারিতার উন্মেষ ঘটায়। ব্যবহারকারীরা বাস্তবসম্মত বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয় এবং ইংরেজী শব্দ ও ব্যাকরণ ব্যবহার করে অনরগল কথা বলতে পারে। উচ্চারণের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীরা স্বাভাবিক ও ধীর গতির প্লে-বেক ব্যবহার করে প্রতিটি আলাপ,বাক্য,শব্দ শুনতে পায়। কর্মসূচির যে কোন সদ্যের উপরে আপনার কারসার রাখুন। দেখবেন তা প্রদর্শকের দ্বারা ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে,কম্পিউটার নির্দেশিত স্বরে নয়।

 

ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে ফেলুন

লিংকঃ   এখানে ক্লিক করুন 





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*