বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা সেনানিবাস প্রসঙ্গে

দেশের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতি সাধনের নিমিত্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতক্ষ তত্ত্বাবধানে গত ১৫ ফেব্রুয়ারী  ২০১৫ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বিএআইইউএসটি)৷ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার  ময়নামতি সেনানিবাসের ভিতরে শান্ত ও নিরিবিলি পরিবেশে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত৷ শিল্প মন্ত্রনায়ল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনক্রমে অত্র বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), ব্যাচেলর অব বিজনেস এ্যাডমিনিস্ট্র্রেশন (বিবিএ) ও ব্যাচেলর অব আর্টস ইন ইংরেজী (অনার্স) প্রোগামে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে৷

 

বিদ্যমান বিভাগগুলোর জন্য ইতিমধ্যে পূর্ণকালীন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, ল্যাবরেটোরি, লাইব্রেরী সংস্লিষ্ট  জনবল ও অবকাঠামো বিদ্যমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক আবাসিক হলের সু-বন্দোবস্থ রয়েছে৷ ইতিমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান গত ১৮ নভেম্বর ২০১৫ইং তারিখে বিএআইইউএসটি পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, উন্নত পরিবেশ, পরিচালিত কোর্স সমূহ, শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি ও অন্যান্য সুযোগ সুবিধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন৷

ভর্তি সংক্রান্ত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.baiust.edu.bd) পাওয়া যাবে অথবা বিস্তারিত  জানতে ফোন করতে পারেন : ০৮১-৭৩৯২০, ০৮১-৭৩৯৩০, ০১৯৪৮০৮০৪৬৭





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*