সরকারি হাইস্কুলে ভর্তি বিজ্ঞপ্তি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি তথ্য ২০২৩। ২০২৩ শিক্ষাবর্ষে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে WEB ও SMS এর মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ও টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে ১১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে৷ চলুন জেনে নেওয়া যাক এ সংক্রান্ত বিস্তারিত তথ্য…
আরও পড়ুন ও সকল ভর্তি আপডেট পাবেন এখানে:সরকারি মাধ্যমিক স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের সময়সীমাঃ
- Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ: ১৬/১১/২০২২
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ০৬/১২/২০২২
Web Application Form পূরণ এর নিয়মাবলী :
১৷ http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে browse করে আবেদনপত্র পূরণ করতে পারবেন৷
২৷ Online আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন ৷ যে সকল শিক্ষার্থী কোটায় আবেদন করবেন তাদের কোটার বিষয়টি অবশ্যই উল্লেখ করতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা হবেনা।
৩৷ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে JPEG ফরমেট- এ নির্ধারিত স্থানে Upload করবেন৷
৪৷ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে৷ নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবিযুক্ত Applicant’s copy পাবেন৷
৫৷ প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন৷
৬৷ Online আবেদনপত্রে সরবরাহকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন৷
SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলীঃ
১৷ Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বর হতে ০২(দুই) টি SMS করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১১০/- টাকা পরবর্তী ৪৮ (আটচল্লিশ) ঘন্টার মধ্যে জমা দিবেন৷
২৷ প্রথম SMS : GSA<space>User ID (Web Application হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space>ABCDEF লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
* ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে৷ যা ব্যবহার করে দ্বিতীয় SMS- টি করতে হবে ৷
৩৷ দ্বিতীয় SMS: GSA<space>Yes<space>PIN (প্রথম SMS হতে প্রাপ্ত) লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
উদাহরণ : GSA<space> Yes <space>123456 লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
৪৷ সফলভাবে আবেদন ও আবেদন ফি প্রদান সম্পন্ন হলে দ্বিতীয় SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://gsa.teletalk.com.bd ওয়েব সাইট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে৷ শিক্ষার্থীদের এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে৷
☞ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহিত হবে না৷
☞ স্কুল ভর্তি কার্যক্রম সম্পাদন ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটি টেলিটক প্রি-পেইড সীম সংরক্ষণ করুন৷
☞ Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়৷
User ID এবং PIN পুনরুদ্ধার পদ্ধতিঃ
কেবল টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন৷
১৷ User ID জানা থাকলে: GSA<space>Help<space>User<space>User ID & send to 16222
Example: GSA Help User ABCDEF & send to 16222
২৷ PIN Number জানা থাকলে: GSA<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: GSA Help PIN 1234567 & send to 16222
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করার নিয়মাবলী
[আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করার নিয়মাবলী ডাউনলোড]
[সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৩ ডাউনলোড করুন]
Leave a Reply