আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।
আগামী ৩ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরদিন ঢাকায় প্রতিনিধি সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি সফিউল আজম ও মহাসচিব জিন্নাত আলী বিশ্বাস।
এই দুই নেতার যৌথভাবে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় প্রশাসন ক্যাডার ছাড়া অন্য কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য তারা আশা করেন, সরকারি কর্মকর্তারা মর্যাদা ও আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
উপজেলা পরিষদে ইউএনওদের ‘অগণতান্ত্রিক’ ক্ষমতা দিয়ে একটি গতিশীল সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন এ সরকারি কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনের পর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
Leave a Reply