কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় ৭ নভেম্বর (বুধবার) পর্যন্ত বাড়ানো হয়েছেcomilla university

প্রবেশপত্র সংগ্রহ করতে নির্ধারিত ওয়েবসাইটে (http://cou.teletalk.com.bd) আবেদনের সময় শিক্ষার্থীকে দেওয়া ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এইচ.এস.সি. রেজি: নং দিয়ে প্রবেশ করতে হবে। পরে এক কপি পাসপোর্ট সাইজের (৩০০*৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) রঙিন ছবি ও স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে পরীক্ষার পূর্ব পর্যন্ত।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ‘বি’ ইউনিটের পরীক্ষা ৯ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টা এবং একই দিন বিকেল ৩টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) থেকে জানা যাবে।





Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*