ইতিহাসের এই দিনে – ৭ই নভেম্বর

বিশেষ দিবস

  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

ঘটনাবলী

  • ১৬৬৫ সালের এই দিনে প্রখ্যাত জার্নাল লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
  • ১৬৫৯ সালের এই দিনে ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৭৮৩ সালের এই দিনে ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।
  • ১৮২৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি ডকট্রিন ঘোষণা করেন।
  • ১৮৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।
  • ১৯১৬ সালের এই দিনে জ্যানেট র‌্যানকিম মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
  • ১৯১৭ সালের এই দিনে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৪ সালের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
  • ১৯৪১ সালের এই দিনে পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৫৬ সালের এই দিনে জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
  • ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।
  • ১৯৮৭ সালের এই দিনে তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন এবং আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • ১৯৮৮ সালের এই দিনে আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৯ সালের এই দিনে কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
  • ১৯৯০ সালের এই দিনে মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত।
  • ১৯৯৬ সালের এই দিনে ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।

জন্ম

 

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

  • ০৯৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইবনে হাজম, তিনি ছিলেন প্রখ্যাত মুসলিম দার্শনিক।
  •  ১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাপ্টেন জেমস কুক, তিনি ছিলেন বৃটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।
  • ১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিপিন চন্দ্র পাল, তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারি ক্যুরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
  • ১৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওন ত্রোত্‌স্কি, তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।
  • ১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, তিনি ছিলেন ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।
  • ১৯০৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।
  • ১৯১৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এ্যালবার্ট কাম্যু, এতিনি কজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূদ ফরাসী সাহিত্যিক।
  • ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোলাম আযম, তিনি ছিলেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দন্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী বাংলাদেশী রাজনৈতিক নেতা।
  • ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক ক্যান্ডেল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।
  • ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল স্পেন্স, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
  • ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিও ফার্ডিনান্ড, তিনি বৃটিশ ফুটবলার।
  • ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাইমা সেন, তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

মৃত্যু

  • ১৮৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
  • ১৯২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অশ্বিনীকুমার দত্ত, তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক।
  • ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গর্ডন কভেন্ট্রি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন খালেদ মোশাররফ, তিনি ছিলেন বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক।
  • ১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ.টি.এম. হায়দার, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
  • ২০১১ সালের এই দিনে হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার মৃত্যুবরণ করেন।
  • ২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলেন ডগলাস, তিনি ছিলেন আমেরিকান লেখক।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রন ডেল্‌ও, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*