বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান !!!

বিসিএস সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত তথ্য

Ecare24 Team

► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়? জুন ২০১০।

► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620

► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়? ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।

► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে? ২৭ মার্চ ২০০৪।

► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল? রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্? মোহাম্মদ উল্লাহ্।

► সাতজন বীরশ্রেষ্টদের মধ্যে একমাত্র কোন দুইজন বীরশ্রেষ্ট একই সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং কত নং সেক্টরে? সিপাহী মোস্তফা কামাল এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ্। ৮নং সেক্টরে।

► বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী পাঠায়? ১৯৮৮ সালে UNIMOG মিশনে।

► কত সাল থেকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরষ্কার দেয়া হয়? ১৯৭৭।

► ডিএসই (Dhaka Stock Exchange) এর কার্যালয় প্রথম কোথায় ছিল? নারায়্নগঞ্জ।

► ঢাকার ইংরেজী বানান ‘DACCA’ থেকে ‘DHAKA’ করা হয় ১৯৮২ সালে।

► বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল সিলেটের লালখান।

► বাংলাদেশের সর্বোনিম্ন বৃষ্টিপাত অঞ্চল লালপুর।

► ২৮ ফেব্রুয়ারি ২০১০ দেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রথম ইসলামী ব্যাংকিং ইউনিট চালু করে : অগ্রণী ব্যাংক লি.।

► বাংলাদেশের ডাকবিভাগ দেশে প্রথম মোবাইল ইলেকট্রনিক ও মোবাইলভিত্তিক মানি অর্ডার এবং রেমিট্যান্স সেবা চালু করেন : বাংলালিংক (১৩ এপ্রিল ২০১০)।

► ২৩ মে ২০১০ প্রথম বাংলাদেশী হিসেবে এভারেষ্ট জয় করেন : মুসা ইব্রাহীম।

► বাংলাদেশের প্রথম পেমেন্ট গেটওয়ের নাম : Nexus Gate Way (উদ্বোধন ৩ জুন ২০১০, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড)।

► বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পাঁচ আসামির ফাঁসি কার্যকর করা হয় : ২৭ জানুয়ারি ২০১০ দিবাগত রাতে।

► কর দেয়ায় জনগণকে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘জাতীয় কর দিবস’ পালিত হয় : ১৫ সেপ্টেম্বর।

► জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয় : ৩ জুলাই।

► ঢাকার বাইরে প্রথম টেষ্টটিউব শিশু জন্ম হয় : কুমিল্লা।

► বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল? -সিপাহী।

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? -মণিপুর।

► কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য -জলাধারে পানি জমিয়ে রাখা হয়।

► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য – ৫১৩৮ কি.মি.।

► বাংলাদেশের মোট স্থলসীমা – ৪৪২৭ কি.মি.।

► বাংলাদেশের মোট জলসীমা – ৭১১ কি.মি.।

► ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য – ৪১৫৬ কি.মি.।

► মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য – ২৭১ কি.মি.।

► ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।

► বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড।

► তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? -৬৩তম।

► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? – ১৯৭৪।

► বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না।

► ১৯৮৮ সালের ২৯ ডিসেম্বর বাজারে ছাড়া প্রথম ২ টাকা নোটের ডিজাইনার কে? – রফি উদ্দিন আহমদ।

► দেশের প্রথম টানেল নির্মিত হবে কোথায়? – পতেঙ্গায় কর্ণফুলি নদীর মোহনায়।

► দেশের দ্বিতীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কোথায় অবস্থিত? আগ্রাবাদ, চট্রগ্রাম।

► CPGCB এর পূর্ণরুপ কি? – Coal Power Generation Company of Bangladesh Limited.

► CPGCB কবে গঠিত হয়? – ২০১১ সালের ডিসেম্বরে।

► বাংলাদেশে কবে থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়? – ১৯৯২ সাল থেকে।

► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয় কবে? -৪ ডিসেম্বর, ২০১১।

► বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি? -বিডিনিউজ২৪.কম।

► ঢাকার প্রাচীনতম মসজিদ হল – বিনত বিবির মসজিদ।

► রকস মিউজিয়াম অবস্থিত – পঞ্চগড়ে।

► বাংলাদেশে প্রথম ভিক্ষুক জরিপ চালানো হয় কবে? – ৩০ সেপ্টেম্বর ২০১১।

► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? -পিপীলিকা (Pipilika)।

► বাংলাদেশ সীমানা হতে ফারাক্কা বাঁধ কত দূরে অবস্থিত? -১৬.৫ কিলোমিটার।

► মূল্য সংযোজন কর কবে বাংলাদেশে চালু করা হয়? -১লা জুলাই ১৯৯১।

► জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত? -০.০১ শতাংশ।

► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় কবে? -৪ সেপ্টেম্বর, ১৯৮০।

► দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) কোথায় অবস্থিত? -সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়)

► কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে এবং কবে? -ডাচ বাংলা ব্যাংক লি. ৩১ মার্চ ২০১১ সালে।

► বাংলাদেশ বর্ডার গার্ডের সর্বপ্রথম দেয়া নাম কি ছিল? -রামগড় লোকাল ব্যাটালিয়ন।

► বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবস কবে? -২১ নভেম্বর।

► বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয় কবে? -১২ জুলাই ১৯৭১।

► বাংলাদেশ বিমানবাহিনীর কার্যক্রম শুরু হয় কবে? -২৮ সেপ্টেম্বর ১৯৭৩।

► বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম এয়ার ভাইস মার্শাল কে ছিলেন? -এ কে খন্দকার।

► বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে? -৯ নভেম্বর ১৯৭১।

► বাংলাদেশ বিমানবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? -Office of Air Intelligence.

► বাংলাদেশ নৌবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম কি? -Directorate of Neval Intelligence.

► বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? -বরেন্দ্র গবেষণা জাদুঘর ।

► বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন? -ফজলুর রহমান খান ।

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? -মণিপুর ।

► স্যাটেলাইট চ্যানেল ‘একাত্তর’ এর যাত্রা শুরু হয় কবে? -২৬ জুন ২০১১ ।

► বাংলাদেশে প্রথম কোন কোম্পানী ISO 9001 সার্টিফিকেট লাভ করেছে? -এসি আই ।

► বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী? -নাটোর। (সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

► দেশের প্রথম কমিউনিটি রেডিও চালু হয় কবে কোথায়? – ৬ অক্টোবর ২০১১, রাজশাহীতে।

► দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এবং এর প্রস্তুতকারক কে? – ১১ অক্টোবর ২০১১, টেলিফোন শিল্প সংস্থা।

…………………………………………………………………………………

Visit Our Website Regularly

www.Ecare24BD.Com





About Shakil Ahamed Raja 2 Articles
Ecare24 Team - বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশন নেটওয়ার্ক !!! অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকলস্তরের শিক্ষার্থীর কাছে বিনামূল্যে শিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান করা আমাদের মূল কার্যক্রম । http://www.ecare24bd.com

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*