১. লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন?
উঃ ১৮৩৪ সালে।
২. উইলিয়াম এ্যাডাম কবে বাংলা ও বিহারের শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহরের জন্য নিযুক্ত হন?
উঃ ২০ জানুয়ারী, ১৮৩৫।
৩. উইলিয়াম এ্যাডাম শিক্ষা বিষয়ক কয়টি বিবরনী দাখিল করেন?
উঃ ৩টি।
৪. উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষা বিষয়ক তৃতীয় বিবরন কবে উপস্থাপন করেন?
উঃ ২৮ এপ্রিল, ১৯৩৮।
৫. লর্ড কার্জন কিসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে ব্রতী হন?
উঃ ১৯০১ সালের শিমলা শিক্ষা সম্মেলনে গৃহিত ১৫০ টি শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে।
৬. কবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয়?
উঃ ১৯০৪ সালে।
৭. কবে উডের শিক্ষা দলিল প্রকাশিত হয়?
উঃ ১৮৫৩ সালে।
৮. হান্টার কমিশন কবে বড় লাট লর্ড রিপন কর্তৃক নিয়োগ লাভ করে?
উঃ ৩ ফেব্রুয়ারী, ১৮৮২ সাল।
৯. হান্টার কমিশন শিক্ষা সংস্কারে কয়টি প্রস্তাব পেশ করে?
উঃ ২২২টি।
১০. স্যাডলার কমিশন কবে গঠিত হয়?
উঃ ১৯১৭ সালে।
১১. স্যাডলার কমিশন কবে রিপোর্ট পেশ করে?
উঃ ১৯১৯ সালে।
Leave a Reply