৩৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেখুন এখান থেকে

BCS

অবশেষে ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে কমিশন।BCS

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

২৯ আগস্ট পিএসসি এর ওয়েবসাইটে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলের পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনাদের সুবিধার্থে নিচে দেওয়া হলোঃ

[৩৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ডাউনলোড]

 

এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতিঃ এসএমএস এর মাধ্যমে ৩৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেখতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুনঃ

PSC<space>34<space>Registration Number

এরপর ম্যাসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

এক নজরে ৩৪ তম বিসিএসঃ ৩৪ তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

গত বছরের ১৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৯ হাজার ৮২২ জন।

চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন।

এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় ৩৪তম বিসিএস প্রিলিমিনারির ফল।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়ে বলে অভিযোগ উঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ জনের নাম ছিল না।

১৬ ফেব্রুয়ারি তাদেরও যোগ করে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ হাজার ৫৩০ জন।





About লেখাপড়া বিডি ডেস্ক 1519 Articles
লেখাপড়া বিডি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*