শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করতে এবং প্রযুক্তির যথোপযোক্ত ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে লার্নিং আই।
তথ্য প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন রকেট গতিতে এগিয়ে যাচ্ছে৷ আর বিশ্বায়নের এই চেল্যাঞ্জ মোকাবেলায় সমগ্র পৃথিবী এখন ভার্চুয়াল জগতে প্রবেশ করছে৷ আর প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জাতী হিসেবে এখন আমরাও অর্থনৈতিক সমৃদ্ধিতে এগিয়ে গেছি আরো এক কাতার সমানে যা গোটা দুনিয়া প্রত্যক্ষ করেছে৷
তারুণ্য নির্ভর ঢাকা ভিত্তিক প্রতিষ্ঠান লার্নিং আইয়ের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা৷ সরকারের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বাধ্যতামূলক ডায়নামিক ওয়েবসাইট তৈরী ও হালনাগাদসহ এডুকেশন ম্যানেজম্যান্ট সিস্টেম (ই এম এস) চালু করার কাজ করবে প্রতিষ্ঠানটি৷
শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় এক অভুতপূর্ব পরিবর্তন আনবে লার্নিং আইয়ের এডুকেশন ম্যানেজম্যান্ট সিস্টেম৷ শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক এই তিন অনুষঙ্গের নিকট তথ্য উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানোর সেতু বন্ধন হিসেবে কাজ করবে সিস্টেমটি৷ ক্লাউড সার্ভার ভিত্তিক উক্ত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে যেমন কাগজের ব্যবহার কমে আসবে তেমনি কমে আসবে তথ্য হারানোর ঝুকি৷ বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যাবে প্রতিষ্ঠানের সকল কাজের রেকর্ড৷ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এর মাধ্যমে প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও সংশ্লিষ্ট পিতামাতাদের তথ্য সংরক্ষণ থেকে নিয়ে, অনলাইন পেম্যান্ট রিসিভ, অনলাইনে পরীক্ষা নেয়া, নোটিশ প্রদানসহ লাইব্রেরী, হোস্টেল, স্কুলবাস ব্যবস্থাপনা সবই করতে পারবেন৷ লার্নিং আইয়ের ই এম এস ব্যবহারে পিতামাতার দুঃশ্চিন্তাও কমে আসবে এখন থেকে৷ ঘরে বসে বা অফিস থেকেই তারা তাদের ছেলে মেয়ের স্কুল উপস্থিতি, হোম ওয়ার্ক, পরীক্ষার ফলাফল, ছুটির নোটিসহ প্রাতিষ্ঠানিক সবকিছুই জানতে পারবে এস এম এসের মাধ্যমে৷ আর এ জন্য তাদের কম্পিউটার ও ইন্টারনেটে পারদর্শী হবার দরকার নেই৷ শিক্ষার্থীরাও এ থেকে ব্যাপক উপকৃত হবে৷ তারা তাদের প্রতিদিনের ক্লাস নোট, এসাইনম্যান্টসহ সবকিছুই ক্লাস শেষে প্রয়োজনে বাসায় বসেই দেখে নিতে পারবে৷ এছাড়াও অধিকতর জ্ঞান লাভের জন্য ই-লিব্রেরী, ভার্চুয়্যাল ল্যাব এবং লার্নিং আইয়ের ব্লগতো থাকছেই৷ সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় বই পড়া ও ডাউনলোড করে নিতে পারবে শুধু একটি মাত্র ক্লিকের মাধ্যমে৷
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন ” আমাদের দেশে ইংরেজী মাধ্যমও কিন্ডারগার্ডেনসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে প্রায় লক্ষাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে৷ এদের মাত্র হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান আমদানি নির্ভর এডুকেশন ম্যানেজম্যান্ট সিস্টেম ব্যবহার করছে যা খুবই ব্যয় বহুল এবং অধিকাংশের পক্ষেই এর ব্যয়ভার বহন করা সম্ভব না ৷ আমাদের লক্ষ হচ্ছে গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন এই ধরণের সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় তা নিশ্চিত করা৷ চাইনা আর একটি তথ্যও হারিয়ে যাক বিদ্যালয়গুলো থেকে৷ আমরা হতে চাই শিক্ষক, শিক্ষার্থী এবং বাবা-মায়ের মধ্যে যোগাযোগের এক নতুন ও নির্ভরযোগ্য মাধ্যম৷ সেই লক্ষেই আপনাদের পাশে থাকবে টিম লার্নিং আই৷ সকলের সহযোগীতা নিয়ে আমরাই গড়ব নতুন দিনের ডিজিটাল বাংলাদেশ৷”
লার্নিং আইয়ের কার্যক্রম ও সেবা সমপর্কে বিস্তারিত জানতে ভিজিট করুণ: www.learningeye.org
Leave a Reply