ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় ২০১৯ সালের এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবি ও শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে আবেদনকারীদের মধ্য থেকে ২,০৩৮ জনকে বৃত্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখ সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় বৃত্তি প্রাপ্তদের বৃত্তিপত্র প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্ণর জনাব ফজলে কবির। উক্ত সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তিপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। ফলাফল সহ এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ
ডাচ্-বাংলা ব্যাংক এর এইচএসসি / সমমান শিক্ষাবৃত্তির ফলাফল ২০১৯
বৃত্তির পরিমাণ ও সময়কালঃ
শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.
সময়কালঃ ২ বছর
মাসিক বৃত্তিঃ ২,০০০ টাকা
বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা
Leave a Reply