ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস, এসএমএস, কবিতা, পিক 2025 | ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMS

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস

ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস, এসএমএস, কবিতা, পিক 2025 | ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMS । Happy valentine day 2025 বাংলা এসএমএস নিয়ে আজকে আমাদের এই নতুন পোস্ট। আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এর নতুন নতুন ছন্দ, কবিতা, ছবি, ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস , বাংলা এসএমএস সহ সকল কিছু এখানে আমরা আপনাদের জন্য সাজিয়েছি। আমাদের এই আর্টিকেল থেকে আপনি আপনার পছন্দের ভালোবাসা দিবসের কবিতা, ছন্দ, এসএমএস কপি করে ফেবসুক, টুইটার, ইন্সটাগ্রাম বা যেকোন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন। 

আপনার প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানানোর দিনটিই আজ। আপনার প্রিয় মানুষকে আজকের দিনে ভালো কিছু কবিতা, ছন্দ, ভ্যালেন্টাইন ডে এসএমএস দিয়ে উইশ করুন। প্রত্যেক বছর ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে Valentine’s Day (ভালোবাসা দিবস) উদযাপন করা হয়। ভালোবাসা দিবসের দিনটিকে একদিকে যেমন অনেকে নিজের ভালোবাসার মানুষটিকে ফুল, চকলেট ও Gifts দিয়ে সেলিব্রেটে করে থাকেন তেমনই অন্য দিকে অনেকেই এই দিনে তার প্রেমীকের সাথে পার্কে ঘুরতে গিয়ে Valentine’s Day সেলিব্রেট করে থাকে। আরো দেখুনঃ পহেলা ফাল্গুন ২০২৫ স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএস ও ছবি

ভ্যালেন্টাইন্স ডে এর কিছু বাছাই করা কবিতা, বাংলা এসএমএস, ছন্দ, ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস, ভ্যালেন্টাইন ছবি, পিকচার নিয়ে আমরা আজকের এই পোস্টটি সম্পুর্ন ভাবে সাজিয়েছি। এখান থেকে সকল ছন্দ , এসএমএস কপি করে আপনার প্রিয় জনকে পাঠাতে পারেন। এখানে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সকল ছন্দ রয়েছে এছাড়াও রয়েছে সকল বাংলা SMS । 

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস

১৪ ফেব্রুয়ারিবিশ্ব ভালোবাসা দিবস
শিরোনামভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস, এসএমএস, কবিতা, পিক 2025
যেসব থাকবেস্ট্যাটাস, বাংলা এসএমএস, কবিতা, পিকচার
আমাদের ওয়েবসাইটlekhaporabd.net
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMSদেখুন এখানে

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে পিকচার

ভ্যালেন্টাইন ডে বাংলা এসএমএস

এদিকে নদীর এক কোণে বসে তারা কাঁদিয়া কাঁদিয়া মরে।
কেনো হঠাৎ তুমি এলে ?
কেনো নয় তবে পুরোটা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে ।
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

যতই দূরে হারিয়ে যাও,
আমি তোমাকে খুঁজে বের করবোই।
যতই পর ভাবো আমায়,
আমি তোমাকে আপন করে নেবো ।
যতই ঘৃনা কর আমায়,
আমি চিরদিন এভাবে তোমায় ভালোবেসে যাবো ।
যতই পাষাণ হোক তোমার মন,
ওই মনে আমার জন্যে ভালোবাসার ফুল ফুটাবোই ।
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন।
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে, তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার
তোমাকে মনে পরে কেনো ?
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

অল্প অল্প করে তুমি
এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো
ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে
করতে চাই বসবাস।
Happy Valentine’sDAY

তুমি আমার শুরু,

তুমি আমার শেষ,

তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ।

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ছবি

Happy Valentine’s DAY

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন,
জানিনা যে এই জীবনে,
কে হবে আপন,
মনের মত চাই তারে,
চাই তার মন,
হবে কি তুমি?
আমার কাছের একজন।
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

তুমি আমাকে যতই কষ্ট দাও
আমি তোমাকে আপন করে নেবো
তুমি আমাকে যতই দুঃখ দাও
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো
তুমি যদি আমাকে ভালোবাসা দাও
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও
আমি তোমাকে সারাটি জীবন
নিরবে ভালোবেসে যাবো
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

  • তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
    ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।
    হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
  • আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
    আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়,
    আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে,
    আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য।
    হ্যাপি ভ্যালেন্টাইন ডে
  • “ভালো একবার যখন বেসেছি, ছাড়বো না আর হাল,
    আমি তোমার পাশে ছিলাম, এখনো আছি আর থাকবো চিরকাল”
  • হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥
    হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
    কারণ, ভালবাসি শুধুই তোমারে॥

টিপ টিপ বৃষ্টি পড়ে,
তোমার কথা মনে পড়ে ।
এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে !
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে !
ღ হ্যাপি ভ্যালেন্টাইন ডে ღ

ভ্যালেন্টাইন ডে কবিতা

আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকা হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ,
তোমায় আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবে,
শুধু ভালবেসো আমায় !!

আমি তোমাকে আজীবন ভালবাসি,
শুধু এক দিনের জন্য নয়।
তুমি কে তার জন্য আমি তোমাকে ভালবাসি,
তুমি যা করেন বা বলেন তা নয়।
তুমি আমাকে যেভাবে ফিরে এসেছিলেন তা আমি পছন্দ করি,
আমি কেবল বলতে পারি একটি জিনিস আছে।
আমি তোমাকে আমার মন এবং প্রাণ এবং অন্য সব উপায়ে ভালবাসি,
তাহলে তুমি কি আমার ভালোবাসা হবে না শুধু এক দিনের জন্য?

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMS

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস SMS, বাংলা এসএমএস, ছন্দ , কবিতা সহ আমরা সকল কিছু আমাদের এই পোস্টে তুলে ধরেছি । আপনারা ইতিমধ্যেই উপরে লক্ষ করেছেন আমরা সেরা বাছাই করা কিছু ১৪ ফেব্রুয়ারির ভালোবাসা দিবস এসএমএস গুলো তুলে ধরেছি। 

প্রিয় বন্ধুরা, আজকের এই পোস্টে আমরা ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে, ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস, এসএমএস, কবিতা, পিক 2025 | ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস SMS, Happy valentine day বাংলা এসএমএস তুলে ধরেছি। এখান থেকে যেকেউ চাইলে আমাদের স্ট্যাটাস , কবিতা, ছন্দ, পিকচার কপি করে পোস্ট করতে পারবেন।





About মোঃ মিলন ইসলাম 1011 Articles
মোঃ মিলন ইসলাম , বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র "চিফ ইডিটর" হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন আল মামুন মুন্না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*