দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এ এমবিএ (ইভিনিং) এর জানুয়ারি/২০২০ সেমিস্টার সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইভিনিং এমবিএ’র প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. শেখ মোস্তাক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবেদন ফির জন্য প্রত্যেককে এক হাজার টাকা রুপালী ব্যাংকের হাবিপ্রবি শাখার প্রধান সমন্বয়ক বরাবর জমা প্রদান করতে হবে। আবেদন শুরু হয়েছে গত ১৩ অক্টোবর থেকে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে মোট ৬০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (hstu.ac.bd) পাওয়া যাবে। সার্কুলার পেতে ক্লিক করুন:
https://hstu.ac.bd/uploads/
উল্লেখ্য যে, ইভিনিং এমবিএর জন্য সেমিস্টার প্রতি খরচ হবে ১৭ হাজার ৫০০ টাকা এবং মোট ৫টি সেমিস্টারে ৬৬ ক্রেডিট সম্পূর্ণ করতে হবে।
Leave a Reply