আমরা জানি পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতে রুপি মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে রুপিকে টাকা বলে কেন?
কেন কলকাতার মানুষ তাদের রুপিকে টাকা বলে? রুপিকে টাকা বলার কারণ জানতে চাই
1 Answers
শুধুমাত্র কলকাতার মানুষ না, ভারতের সমস্ত বাঙালি ভারতীয় মুদ্রাকে টাকা বলেন। এবং এতে ভুল কিছু নেই। অঞ্চলভেদে ও ভাষা ভেদে ভারতীয় মুদ্রার বিভিন্ন নাম রয়েছে এবং সেই নামগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক মুদ্রিত যে কোনো নোটের পেছন দিকে লেখা থাকে ভারতে প্রচলিত ভাষাগুলো যে লিপিগুলোতে লেখা হয় সেই পনেরো টি লিপিতে। রোমান ও দেবনাগরী লিপিতে লেখা থাকে নোটের সামনের দিকে।
টেন রূপিস যেমন কোনো ভাষায় দশ রুপাইয়া, কোনো ভাষায় দহ টকা আবার কোনো ভাষায় দশ টাকা। কোনোটিই ভুল না, সব কটিই ঠিক।

আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় মুদ্রাকে INR বা ইন্ডিয়ান রুপিজ বলেই অভিহিত করা হয় যার চিহ্ন ₹