statistics

মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: প্রাইভেট মাস্টার্স ভর্তির বিস্তারিত তথ্য

প্রাইভেট মাস্টার্স ভর্তি ২০২৩ সার্কুলার – মাস্টার্স প্রাইভেট শেষ বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের মাস্টার্স শেষ পর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৩ ডিসেম্বর ২০২২ বিকাল ৪টা থেকে ০৯ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত অনলাইনে চলবে। প্রাইভেট মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের পোস্টে আলোচনা করতে যাচ্ছি। আরো দেখুনঃ প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আগ্রহীদের উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ১০ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন ফি বাবদ ৩০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা (সর্বমোট ১১০০ টাকা), আবেদন ফরমের সংগে আবেদনকারীর স্নাতক (সম্মান)/১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার কপি, সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

মাস্টার্স প্রাইভেট আবেদনের যোগ্যতা ২০২৩

ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যুনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী ২০২১ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে আবেদন করতে পারবে না।

খ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যুনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
গ) আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংশ্লিষ্ট দপ্তর হতে অনুমতি গ্রহণ ও উত্তম আচরণের প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে কারাবন্দীগণও আবেদন করতে পারবে।
ঘ) বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সদস্য প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে পারবে।
ঙ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ

  • রেজিস্ট্রেশন শুরুর তারিখঃ ১৩/১২/২০২২ তারিখ বিকাল ৪টা
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ০৯/০১/২০২৩ তারিখ রাত ১২টা
  • আবেদন ফরম, ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১০/০১/২০২৩ তারিখ পর্যন্ত
  • আবেদন ফিঃ আবেদন ফি বাবদ ৩০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা (সর্বমোট ১১০০ টাকা)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব (প্রাইভেট) কোর্স এর জন্য কলেজের তালিকা ২০২৩

মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ pdf ডাউনলোড

মাস্টার্স প্রাইভেট ভর্তি অনলাইন আবেদন ফরম ২০২৩

পোষ্টটি লিখেছেন: আল মামুন মুন্না

আল মামুন মুন্না এই ব্লগে 722 টি পোষ্ট লিখেছেন .

আল মামুন মুন্না, বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট "লেখাপড়া বিডি"র প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যশোর সরকারী এম. এম. কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে বি.বি.এ অনার্স ও আজম খান সরকারী কমার্স কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

16 comments

  1. রাত জাগা পাখি

    মুন্না ভাই আমি ফরম পূরণ করতে চাচ্ছিলাম কিন্তু পূরণ করতে পারতেছি না প্লিজ সাহায্য করুন।

  2. খাইরুল ইসলাম

    মাস্টার্স শেষ বর্ষ এর ভর্তি বা রেজিস্ট্রেশন এর জন্য কি কি কাগজ পত্র লাগবে ?

  3. ami private theke gotobosor ses porber porikkarti silam…but from fill up na korte parate porikkha dite parini..amak ki reg korte hobe?

  4. ভাই ফাযিল করে মাস্টার্স করার সুযোগ আছে কিনা?

  5. ভাই আমি করতে চাই কিভাবে করবো প্লিজ হেল্প করেন

  6. মাস্টার্স প্রাইভেট ভর্তির রেজাল্ট কবে দিবে???

    • আমি আমি রেজিস্ট্রিশন করা হয়নি, এখন কোনভাবে ভতির সুযোগ আছে কি না? দয়া করে বলবেন?

  7. আম্বিয়া সুলতানা

    আমি ২০১৮নভেম্বরে রেজিষ্টেশন করতে পারিনি দয়া করে আরেকটি ডেট দিন

    • আমি ২০১৫ সালে অনার্স পাস করে, আমি কি ভর্তি হতে পরবো?

      • 2004 সালে একাউন্টিং এ অনার্স করেছি বর্তমানে মাস্টার্স করতে চাই আমাকে কি করতে হবে

  8. Vhai amr degree 3rd year pass korar kotha chilo er ager result e kinto 1ta fail korar jonno goto 6 din age result diche …ami master private programme apply korte parbo please help me

  9. 2020 er masters vorti somvabbo date kobe.?

    Bolben plz

  10. প্রবীর

    আমার অনার্স শিক্ষা বর্ষ 2011-2011,4র্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে 2016.আমি যদি মাস্টার্সে ভর্তি হতে পরবো কি?পারলে সেটা কি নিয়মিত হবে নাকি প্রাইভেট ।

  11. আমি ২০১৪-১৫ শিক্ষা বর্ষে অনার্স ছাত্র। আমি অনার্স পাশ করার পর মাস্টার্স ভর্তি হয়নি। আমি কি এখন মাস্টার্স ভর্তি হতে পারবো। আর চলতি বছর কি ভর্তির সুযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *